২০২৪ সালের বাজেট সেরা কিছু ফিচার ফোন
অনেক আমার স্মার্টফোন এর পাশাপাশি ফিচার ফোন ব্যবহার করতে চাই কারণ স্মার্টফোন কথা বলার জন্য খুব একটা ভালো পারফরমেন্স করে না। যে কারণে আমাদের ফিচার ফোন প্রয়োজন হয় আজকে আপনাদের দেখাব কম দামে সেরা কিছু ফিচার ফোন যা আপনি কিনতে পারেন।
1.Symphony B100
যদি আপনি কমদামে একটি সুন্দর ডিজাইনের একটি ফিচার ফোন চান তাহলে Symphony B100 আপনার জন্য সেরা হতে পারে। ফোনটিতে রয়েছে ২ ইঞ্চি একটি display ডিজিটাল ক্যামেরা এবং রয়েছে 1000 mAh Battery, Wireless FM, USB Mass Storage এবং Bluetooth সহ নানা রকমের ফিচার। এই ফোনটি আপনি পেয়ে যাবেন মাত্র ১০০০ টাকায়।
2.Symphony S70
Symphony S70 ফোনটি দেখতে অনেক সুন্দর একটা ফিচার ফোন। এই ফোনটিতে রয়েছে 2.4" একটা ডিসপ্লে ডিজিটাল ক্যামেরা এবং 1200 mAh Fixed Battery। এই ফোনটি কথা বলার জন্য সেরা একটা ফোন এবং আপনি যদি স্মার্টফোনের পাশাপাশি একটা ফিচার ফোন চান তাহলে Symphony S70 ফোনটি নিতে পারেন
3.Symphony Here 20
দেখতে সুন্দর একটা ফিচার ফোন। এই ফোনটির ডিজাইন কপি করা হয়েছে Samsung Guru Music 2 এর থেকে। Symphony Here 20 ফোনটিতে রয়েছে 2.0" display 1000 mAh Battery,Wireless FM,1000 phone book Connects, Sound Recorder সহ নানা রকমের ফিচার।
ফোনটি কিনতে পারেন ১১৭০ টাকা দিয়ে।
4.Proton C4B
RFL কম্পানির proton C4B বর্তমান সময়ে অনেক আলোচিত একটা ফিচার ফোন। ফোনটি অনেক শক্তপোক্ত একটি ফিচার ফোন। ফোনটিতে রয়েছে ১ বছরের ওয়ারেন্টি। Proton C4B Upto 16 GB Memory Card Supported। ফোনটিতে রয়েছে ১.৭৭ ইঞ্চি একটা ডিসপ্লে। আরও রয়েছে 1000 mAh Li-ion Battery। কথা এবং স্মার্টফোন এর পাশাপাশি ফিচার ফোন এর জন্য এটাও অনেক ভালো ফোন হতে পারে আপনার জন্য। Proton C4B ফোনটির মূল্য মাত্র ৯৬০ টাকা।
5.Itel it2171
Compact ফিচার ফোন এর জন্য এটা অন্যতম সেরা একটা ফোন। ফোনটি বাংলার তরুণ সমাজের মধ্যে অনেক জনপ্রিয় একটি ফিচার ফোন। ফোনটিতে রয়েছে 1.77" display,1000 mAh Li-ion Battery । Itel it 2171 ফোনটির বর্তমান বাজারমূল্য ১১২০ টাকা।