স্টক মার্কেট কখন কম ঝুঁকিপূর্ণ এবং কখন বেশি ঝুঁকিপূর্ণ
স্টক এর দাম কখন বাড়বে বা কমবে তা জানার আগে আমাদের জানতে স্টক মার্কেট কি এবং কিভাবে কাজ করে। তো চলুন জেনে নেই স্টক মার্কেট সম্পর্কে এবং জেনে নেই এটা কিভাবে কাজ করে।
১.স্টক কি ?
স্টক হলো কোনো কম্পানির নির্দিষ্ট কিছু অংশের মালিকানা। উদাহরণ স্বরূপ বলা যায় আপনার একটি কম্পানি আছে এখন আপনি চাচ্ছেন যে সাধারণ মানুষ আপনার কম্পানিতে টাকা দিক যে টাকা দিয়ে আপনার কম্পানি ব্যবসা করবে। তখন আপনি আপনার কম্পানিকে ১০০ ভাগে ভাগ করলেন এবং প্রত্যেক ভাগের মূল্য দিলেন ১ টাকা। যখন ১০০ জন আপনার কম্পানির ১০০ টা ভাগ কিনবে তার প্রত্যেক ভাগ হলো এক একটা স্টক।
২.স্টক মার্কেট কি?
স্টক মার্কেট হলো সেই জায়গায় যেখানে স্টক লেনদেন বা বেচা কেনা করা হয় । একটা বাজারে যেমন সবজি, ফলমূল, এবং অন্যান্য জিনিসপত্র বেচা কেনা করা হয় ঠিক তেমনি স্টক মার্কেটে স্টক বা কোনো কম্পানির শেয়ার বা মালিকানা লেনদেন করা হয়।
৩.স্টক মার্কেট কিভাবে কাজ করে?
স্টক মার্কেট সেভাবেই কাজ করে যেমন করে একটা সাধারণ বাজার বা মার্কেট কাজ করে। কিন্তু স্টক মার্কেট সাধারণ বাজারের থেকে অনেক জটিল পদ্ধতিতে পরিচালিত হয়। আপনি যখন বাজারে যান তখন বিক্রেতা বা ব্যবসায়ীর কাছ থেকে পন্য কিনে থাকেন। কিন্তু স্টক মার্কেটে এমন কিছু হয় না। স্টক মার্কেটে আপনি যখন কোন স্টক কিনতে বা বিক্রি করতে চান তাহলে আপনাকে স্টক ব্রোকার হাউজের সাহায্য নিতে হয় আপনাকে।
৪.একটা স্টক এর দাম কখন বাড়ে বা কখন কমে?
প্রথমেই বলেছি স্টক মার্কেট একটা বাজারের মতো কাজ করে। একটা বাজারে যখন পন্যের চাহিদা বেশি থাকে এবং পন্যের সরবরাহ কম থাকে তখন পন্যের দাম বেড়ে যায়। এবং বাজারে পন্যের চাহিদা কম এবং সরবরাহ বেশি থাকলে পন্যের মূল্য কমে যায়। ঠিক একই রকম ভাবে স্টক মার্কেট কাজ করে। যখন কোনো কম্পানির শেয়ার এর চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম তখন কম্পানি শেয়ার এর দাম বেড়ে যায়।
এবং একই ভাবে যদি স্টক এর চাহিদা কম এবং সরবরাহ বেশি হয় সেক্ষেত্রে স্টক এর দাম কমে।
৫. কম্পানি ভালো হলেই কি স্টক এর দাম বেশি হয়?
উত্তর হলো না। সবসময় ভালো কম্পানি হলেই স্টক এর দাম বেশি হয় না। স্টক মার্কেট চলে মূলত বিনিয়োগকারীদের দ্বারা এখন স্টক মার্কেটের সমস্ত বিনিয়োগকারীরা যদি ভালো স্টক গুলো ছেড়ে খারাপ স্টক গুলোতে বিনিয়োগ করতে শুরু করে তাহলে একটা ভালো কম্পানির শেয়ার এর তুলনায় একটা খারাপ কম্পানির শেয়ার এর মুল্য বাড়বে।
৬.স্টক মার্কেট কখন কম ঝুঁকিপূর্ণ এবং কখন বেশি ঝুঁকিপূর্ণ?
অর্থনীতিবিদরা মনে করেন স্টক মার্কেট যখন নিচে থাকে তখন স্টক মার্কেটে বিনিয়োগ করা বেশি বুদ্ধিমানের কাজ এবং কম ঝুঁকিপূর্ণ। কিন্তু স্টক মার্কেট যখন বেশি উপরে থাকে তখন স্টক মার্কেটে বিনিয়োগ করা অনেকটা ঝুঁকিপূর্ণ।
বলতে পারেন এটা কিভাবে সম্ভব? কিন্তু হ্য এটাই সম্ভব এই বিষয়ে ভালোভাবে বুঝতে হলে আপনাকে স্টক মার্কেট সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আপনাকে জানতে হবে একটা কম্পানির স্টক বিনিয়োগকারীরা তখন বিক্রি করে যখন তার দাম বাড়ে। এখন ধরুন আপনি সহ স্টক মার্কেটে ১০০ জন বিনিয়োগকারী আছে আপনার স্টক মার্কেটে বিনিয়োগ করেছেন এবং স্টক মার্কেট অনেক উপরে উঠেছে এমন সময় ১০০ বিনিয়োগকারী তাদের সমস্ত স্টক বিক্রি করে দিল । তখন কিন্তু স্টক মার্কেটে স্টক এর সরবরাহ বেশি থাকার কারণে স্টকের মূল্য এমনিতেই কমে যাবে। যায় ফলে হবে মার্কেট ক্র্যাশ । এরকম মার্কেট ক্র্যাশ অ্যামেরিকা এবং ইন্ডিয়া সহ অনেক দেশের স্টক মার্কেটেই হয়েছে।