অন্যকে Wifi ব্যবহার করতে দেওয়া কতটা ঝুঁকিপূর্ণ?How risky is it to let others use Wifi?

 














Wi-Fi বর্তমান সময়ে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়।

কিন্তু আমার অনেকেই এর ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানি না। এবং আমরা জানি না যে Wi-Fi এর ভুল ব্যবহারের জন্য আমার কতটা বিপদের মুখে পড়তে পারি। নয়াপ্রদীপ এর আজকের এই ব্লগটিতে আমরা Wi-Fi সর্ম্পকে সমস্ত বিষয় জানব।

Wi-Fi নেটওয়ার্ক প্রথম চালু করা হয় ১৯৯৭ সালে।

Wi-Fi নেটওয়ার্কের মূল উদ্দেশ্য হলো একেকটি পরিবারকে ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা। ২০১৯ সালের একটি হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী ৩.০৫ বিলিয়ন Wi-Fi সক্ষম Devices Shipped করা হয় প্রত্যেক বছর।


Wi-Fi এর Full From হলো-.   

Wireless Fidelity

যার বাংলা অর্থ হলো 'বেতার বিশ্বস্ততা' । বাংলাদেশ অনেক মানুষই অন্যের Wi-Fi network ব্যবহার করে থাকে। এটা সাধারণত বেশি দেখা যায় গ্রামীণ অঞ্চল গুলোতে। আপনার Wi-Fi যদি অন্য কেউ ব্যবহার করতে চায় তাহলে তাকে কখনো দিবেন না। কারণ অন্যের নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেটে অবৈধ কাজ অনেক বৃদ্ধি পেয়েছে। 

আপনার নেটওয়ার্ক ব্যবহার করে যদি কেউ ইন্টারনেটে কোনো অবৈধ কাজ করে তাহলে আপনি নেটওয়ার্ক ব্যবহার করার কারণে আপনি নিজে ফেঁসে যাবেন।

তাই আমাদের সকলের উচিত ইন্টারনেট ব্যবহার সম্পর্কে আরও সচেতন হওয়া।















Next Post Previous Post