Best Dropshipping Business Suppliers In Bangladesh. বাংলাদেশের সেরা কিছু Dropshipping সাপ্লাইয়ার।
আপনি যদি Dropshipping ব্যবসা শুরু করতে চান কিন্তু বুঝতে পারছেননা কিভাবে শুরু করবেন তাহলে এই পোস্টটি আপনার জন্য।
ব্যবসা শুরু করতে হলে আপনাকে প্রথমেই একটা ভালো Dropshipping সাপ্লাইয়ার খুঁজতে হবে। যার কাছে থেকে পন্য নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে বা ফেসবুক পেজে পন্যটি বিক্রি করবেন।
বাংলাদেশে Dropshipping করতে হলে আপনি Dropshop ব্যবহার করতে পারেন। Dropshop হলো বাংলাদেশের অন্যতম বড় ই কমার্স প্লাটফর্ম BDshop.com এর একটি সহপ্রতিষ্ঠান । Dropshop এ আপনি প্রায় ৩ হাজার এর অধিক পন্য পেয়ে যাবেন যা আপনি আপনার Dropshipping ব্যবসার জন্য ব্যবহার করতে পারেন।
তবে Dropshop ওয়েবসাইট থেকে পন্য নিয়ে ব্যবসা করতে গেলে প্রথমে আপনাকে Dropshop একাউন্ট খুলতে হবে এবং এই একাউন্ট খুলতে আপনার ৩০০০ টাকার মতো লাগতে পারে। তবে আপনি যদি ডিসকাউন্ট কোড ব্যবহার করেন তাহলে ১৫০০ টাকা দিয়েই একাউন্ট খুলতে পারবেন।
Dropshop এর পর আপনি যেটা ব্যবহার করতে পারেন সেটা হলো Selfshop।
Selfshop ঠিক একই সার্ভিস দিয়ে থাকে যা Dropshop দিয়ে থাকে। কিন্তু Selfshop একাউন্ট খুলতে আপনাকে ৫০০ টাকা এর মতো লাগতে পারে।
এখানে আপনি জামাকাপড় এবং পোশাক জনিত পন্য বেশি পেয়ে যাবেন।
আপনি যদি বাংলাদেশে Dropshipping করতে চান তাহলে Dropshop বা Selfshop যেকোনো একটি ব্যবহার করে সেখান থেকে পন্য নিয়ে ব্যবসা করতে পারেন।