Best Payoneer Alternative For Freelancer ফ্রিল্যান্সারের জন্য সেরা পেওনিয়ার বিকল্প।
Freelancer দের অন্যতম একটি সমস্যা হলো বাহিরের দেশে থেকে নিজের দেশে টাকা আনা বা পেমেন্ট নেওয়া। বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সার নিজেদের পেমেন্টের টাকা দেশে আনতে Payoneer ব্যবহার করে থাকে। কিন্তু Payoneer একাউন্ট তৈরি করা অনেক ঝামেলার এবং Payoneer একাউন্ট ভেরিফিকেশন অনেক কষ্টের ব্যাপার। কারণ Payoneer account ভেরিফাইড করতে Payoneer কতৃপক্ষ অনেক ডকুমেন্ট চেয়ে থাকে যা অনেক ঝামেলার ব্যাপার। এই সকল ঝামেলা থেকে মুক্তি পেতে আপনি ব্যবহার করতে পারেন Elevatpay এটা Payoneer এর মতোই একটা সার্ভিস। এখানে একাউন্ট খোলা এবং একাউন্ট ভেরিফিকেশন করার সাথে সাথে একদম বিনামূল্যে একটা US Bank account এবং সেই ব্যংক একাউন্টের অধীনে একটি ভার্চুয়াল মাস্টার কার্ড ডেবিট পেয়ে যাবেন যেটা আপনি পৃথিবীর যেকোন জায়গায় ব্যবহার করতে পারেন।