Can i buy products from Amazon?বাংলাদেশ থেকে কি অ্যামাজনের পন্য ক্রয় করা যেতে পারে?

















 অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স প্লাটফর্ম এবং এখানে পৃথিবীর সবচেয়ে বেশি পন্য রয়েছে  আর আমারা অনেকেই অ্যামাজন থেকে পন্য কিনতে চাই কিন্তু অনেকেই মনে করি অ্যামাজন থেকে পন্য ক্রয় করা সম্ভব নয় বাংলাদেশ থেকে।

আজকের এই পোস্টে অ্যামাজন থেকে পন্য ক্রয় সম্পর্কে আমরা সমস্ত কিছু জানব।

অ্যামাজন থেকে কি আসলেই পন্য কেনা যায় বাংলাদেশ থেকে?

অ্যামাজন একটি গ্লোবাল ব্র্যান্ড এবং পৃথিবীর যেকোন দেশ থেকে আপনি অ্যামাজন থেকে পন্য কিনতে পারেন। 

আপনি হয়ত চিন্তা করছে বাংলাদেশে তো অ্যামাজন নেই তাইলে কিভাবে অ্যামাজন থেকে পন্য কিনতে হয় এবং কিভাবে বাংলাদেশ থেকে সেই পন্যের ডেলিভারি পাওয়া যায়।

শুরুতেই বলেছি অ্যামাজন একটি গ্লোবাল ব্র্যান্ড এবং পৃথিবীর যেকোন প্রান্ত থেকে অ্যামাজন থেকে পন্য কিনতে পারেন। 

আপনি যদি এমন কোন দেশ থেকে পন্য ক্রয় করেন যে দেশে অ্যামাজন নেই তাহলেও আপনি অ্যামাজন থেকে সেই পন্যের ডেলিভারি পেতে পারেন। আপনি যদি অ্যামাজন ডেলিভারি সার্ভিস এর বাহিরে থাকেন তাহলে অ্যামাজন আপনার পন্যটি আপনার কাছে পৌঁছে দিতে বিভিন্ন Third-party ডেলিভারি সার্ভিস যেমন UPS, FedEx এগুলো ব্যবহার করে পন্যটি আপনার কাছে পৌঁছে দিবে।

তবে বাংলাদেশ থেকে যদি অ্যামাজন থেকে পন্য কিনতে চান তাহলে একটা সমস্যা আছে সেটা হলো ট্যাক্স। বাহিরের দেশে থেকে যখন বাংলাদেশে কোন পন্য আনা হয় তাহলে এর জন্য সরকারকে ট্যাক্স দিতে হয়। এবং সেই ট্যাক্স মাঝেমধ্যে অনেক বেশি হয়ে থাকে। 

Next Post Previous Post