টাকা ইনকাম করার অ্যাপ। Earn money by using apps.

 




















আমরা অনেকেই টাকা ইনকাম করতে চাই। কিন্তু টাকা ইনকাম করাটা খুব একটা সহজ নয়। আর অনলাইনে টাকা আয় করতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। কিন্তু যে বিষয়ে এ ব্লগে বলা হয়েছে সেটা হলো  App ব্যবহার করে  অনলাইনে ইনকাম। আপনি যদি চিন্তা করে থাকেন যে App ব্যবহার করে ইনকাম করা যায় তাহলে আপনি ভুল ধারণার মধ্যে আছেন। 

প্রথমেই বলেছি অনলাইনে ইনকাম করাটা অনেক কষ্টের ব্যাপার কারণ এখানে প্রতিযোগিতা আগের চেয়ে অনেক বেশি। তবে আপনি বাস্তবে যদি অনলাইনে ইনকাম করতে চান তাহলে আপনাকে ব্লগিং, ইউটিউবিং এবং কন্টেন্ট আপলোড করে অনলাইন থেকে ইনকাম করতে হবে। তাছাড়া আপনি আপনার নিজের কোন পরিসেবা অফার করে ইনকাম করতে পারেন।

Apps থেকে ইনকাম করা যায় এটা কতটুকু সত্য?

আসলে Apps থেকে যে ইনকাম করা যায় এই কথাটা পুরোপুরি মিথ্যে নয়। আপনি ইউটিউব App এবং ফেসবুক App ব্যবহার করে টাকা ইনকাম করতে পারেন ভিডিও বা কন্টেন্ট আপলোড করে।

কিন্তু অনলাইনে অনেক Third-party App  রয়েছে যেগুলোতে আপনাকে বলা হয় যে এড দেখে টাকা ইনকাম করুন। এগুলো সম্পূর্ণ ভূয়া একটি কথা। এগুলো তৈরি করা হয় মানুষকে ঠিকানার জন্য। এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং অন্যকে বিরত থাকতে বলুন। 

Scaming ওয়েবসাইটে যখন আপনি আপনার ব্যক্তিগত তথ্য যেমন নাম ঠিকানা ইত্যাদি দিয়ে থাকেন তখন তারা আপনার এই ব্যক্তিগত তথ্যগুলো বিক্রি করে দিতে পারে। এবং যে কারণে আপনার জীবন হুমকির মুখে পড়তে পারে। 

অনলাইনে ইনকাম করতে কখনো কনো ছোট রাস্তা খুঁজবেন না এবং কোনো Gambling বা জুয়া খেলবেন না।

Next Post Previous Post