How can i buy products from Daraz.প্রতারিত না হয়ে কিভাবে দারাজ থেকে পন্য কিনতে হয়।


 















অনলাইন শপিং বর্তমানে অনেক জনপ্রিয় একটি মাধ্যম। পুরো পৃথিবীতে এর রয়েছে তুমুল জনপ্রিয়তা একই রকম জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অনেক মানুষই নিজের সময় বাঁচাতে অনলাইন কেনাকাটার দিকে আগ্রহী হচ্ছে। বাংলাদেশের অধিকাংশ মানুষই অনলাইনে কেনাকাটা করতে দারাজ ব্যবহার করতে চান কিন্তু দারাজে প্রতারিত হওয়ার ভয়ে কেনাকাটা করতে চান না। 

আজকের এই পোস্টে বলা হবে কিভাবে না ঠকে অনলাইনে কেনাকাটা করতে হয়। সেটা শুধু দারাজ নয় যেকোনো ই কমার্স প্লাটফর্মে এই নিয়মে কেনাকাটার করলে আপনি প্রতারিত হবেন না।

 ই কমার্স প্লাটফর্মে পন্য খোঁজার পর প্রথমে দেখুন আপনার পন্যটি কোন সেলার বিক্রি করছে এবং তার সেলিং রেট কত বা ক্রেতারা তাকে কত রেটিং দিয়েছে। সবসময় ভালো রেটিং পাওয়া সেলারের কাছ থেকে পন্য কিনুন। এবং দেখুন সেলারটি ভেরিফাইড নাকি সবসময় ভেরিফাইড সেলারের কাছ থেকে পন্য কিনুন।

এর পর আপনি যে পন্যটি কিনতে চান সে পন্যটি যারা কিনেছে তারা পন্যটি সম্পর্কে কমেন্টে কী বলছে। যদি কোন নেগেটিভ কমেন্ট  বা রিভিউ পান তাহলে সেই পন্যটি ক্রয় থেকে বিরত থাকুন।

এই নির্দেশনা মেনে যদি আপনি অনলাইনে কেনাকাটা করেন তাহলে আপনার অনলাইন কেনাকাটায় ঠকার চান্স আগের থেকে অনেক কমবে। 

Next Post Previous Post