UK bank account from bangladesh বাংলাদেশ থেকে কিভাবে যুক্তরাজ্যে ব্যাংক একাউন্ট খুলতে হয়?





























আপনি যদি একটি ফ্রিল্যান্সার হয়ে থাকেন এবং যদি চান আপনার যুক্তরাজ্যের ক্লাইন্টের কাছ থেকে টাকা পেমেন্ট নিতে তাহলে ওই দেশে আপনার একটি ব্যংক একাউন্ট থাকতে হবে। অথবা আপনি যদি যুক্তরাজ্যে যেতে চান পড়াশোনা বা অন্য কোন কারণে তাহলে যুক্তরাজ্যে আপনার একটি ব্যংক একাউন্ট থাকা অনেক গুরুত্বপূর্ণ।




যদি যুক্তরাজ্যের বাহিরে থেকে যুক্তরাজ্যে ব্যাংক একাউন্ট খুলতে চান তাহলে আপনি IFast Global Bank এখানে আপনি আপনার ব্যংক একাউন্ট খুলতে পারেন। এই ব্যাংকে আপনি পৃথিবীর যেকোন প্রান্ত থেকে ব্যংক একাউন্ট খুলতে পারেন যুক্তরাজ্যে। এর জন্য আপনার প্রয়োজন একটি পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র। আপনি IFast Global Bank ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট কিছু তথ্য দিয়ে ব্যংক একাউন্ট খোলার জন্য আবেদন করতে পারেন। আবেদন করার পর তারা আপনাকে নির্দিষ্ট একটি সময় দিবে যখন আপনাকে IFast Global Bank এর একজন প্রতিনিধির সাথে কথা বলতে হবে ভিডিও কলের মাধ্যমে। তখন ব্যংক প্রতিনিধি আপনার পাসপোর্টে বা জাতীয় পরিচয়পত্র দেখতে চাইবে আপনি যখন তাদের তা দেখিয়ে দিবেন তখন ব্যংক প্রতিনিধি আপনার একাউন্ট ভেরিফাইড করে দিবে এবং আপনার একাউন্টি সক্রিয় করে দেওয়া হবে।

এভাবে আপনি যুক্তরাজ্যে না থেকেও সেখানে ব্যংক একাউন্ট খুলতে পারেন।
Next Post Previous Post