দারাজে ব্যবসা করার আগে যা জানা দরকার?What do you need to know before doing business in Daraz?
বর্তমানে সকল ব্যবসায়ী ই-কমার্স এর দিকে যাচ্ছে এবং নিজের ব্যবসাকে অনলাইন নির্ভর করে তুলেছে বাংলাদেশেও তার বিকল্প নয় । বাংলাদেশ ই কমার্স ব্যবসা বৃদ্ধি পেয়েছে ।
এই পোস্টে বলা হবে দারাজে ব্যবসা করার আগে বা দারাজে পন্য সেল করার কোন বিষয় জানা প্রয়োজন।
আপনার ব্যবসা যদি প্রধান শহর থেকে অনেক দূরে হয়ে থাকে বা আপনার ব্যবসা যদি গ্রামে হয়ে থাকে তাহলে দারাজে ব্যবসা আপনার জন্য নয় । এর কারণ হলো দারাজে পন্য ডেলিভারি করতে হলে সেলারকে তার পন্যটি প্যাকেজিং করে দারাজ হাবে পৌঁছে দিতে হয়। তারপর দারাজ হাব থেকে পন্য নিয়ে দারাজ কাস্টমারের কাছে সেই পন্যটি পৌঁছে দেয়।
এই ডেলিভারি মডেলে সেলার সরাসরি তার কাস্টমারের কাছে পন্য পৌঁছে দিতে পারে না। যার কারণে আপনি যদি দারাজের হাব থেকে দূরে থেকে থাকেন তাহলে আপনার পন্যটি দারাজের হাবে পৌঁছে দিতে বেশি টাকা খরচ হবে ।
এবং হাব থেকে কাস্টমারের কাছে পন্যটি পৌঁছে দিতে যে ডেলিভারি চার্জ আসবে সেটাও দারাজ আপনার কাছে থেকে কেটে নিবে।
এর ফলাফল আপনার ব্যবসা অতিরিক্ত ডেলিভারি চার্জের কারণে লোকসানের মুখে পরবে। তাই দারাজ হাবের থেকে দূরে থাকলে আপনার দারাজে ব্যবসা না করাই ভালো।