What is Redotpay? Redotpay কি?
Redotpay ভার্চুয়াল Visa Crypto card দিয়ে থাকে। আপনি যদি পাসপোর্ট ছাড়া একটি ডলার ব্যবহারযোগ্য কার্ড খুঁজে থাকেন যেটা আপনি পৃথিবীর যেকোনো প্রান্তে ব্যবহার করতে পারবেন তাহলে এই সার্ভিস Redotpay Card ব্যবহার করে করতে পারেন। Redotpay card ব্যবহার করে আপনি পৃথিবীর যেকোনো ই কমার্স প্লাটফর্ম যেমন- Amazon,eBay,Alibaba পেমেন্ট করতে পারবেন। এবং এই কার্ড দিয়ে আপনি Dropshippind বিজনেস করতে পারেন। একই সাথে এই কার্ডটি দিয়ে আপনি ইউটিউব এবং ফেসবুকে বুস্ট করতে পারেন।
Redotpay ভার্চুয়াল কার্ডটি নিতে হলে আপনাকে তাদের App ব্যবহার করে নির্দিষ্ট কিছু তথ্য দিয়ে একাউন্ট খুলতে হবে একাউন্ট খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন একটি Redotpay card এবং এই কার্ডটি আপনি লোড করতে পারেন Binance ব্যবহার করে।Binance থেকে সরাসরি আপনি Redotpay কার্ডে টাকা লোড করে ব্যবহার করতে পারেন।