Why my blogger website is so slow? ওয়েবসাইট স্লো হয় কেন?












আমাদের মধ্যে যাদের ওয়েবসাইট রয়েছে তারা ওয়েবসাইট স্লো হওয়ায় ব্যপারে খুব ভালোভাবে জানি।

কিন্তু কেন ওয়েবসাইট স্লো হয় এবং এই সমস্যা সমাধানের জন্য কী করতে হবে সেটা অনেকেই জানি না। এ ব্যাপারে সমস্ত তথ্য পেয়ে যাবেন আজকের এই পোস্টে।


ওয়েবসাইট স্লো হয় কী কারণে?

সাধারণত ওয়েবসাইট স্লো হয় আপনি যে রকম কন্টেন্ট আপনার ওয়েবসাইটে আপলোড করছেন তার উপরে। আপনি যদি অনেক বড় ধরনের কোনো ফাইল, ছবি বা ভিডিও আপনার ওয়েবসাইটে আপলোড করে থাকেন তাহলে আপনার ওয়েবসাইট স্লো হবে এটা অতি সাধারণ একটি বিষয়। 

এই সমস্যা সমাধান করতে হলে আপনার ওয়েবসাইটের জন্য ভালোমানের হোস্টিং সার্ভিস ব্যবহার করতে হবে।

এবার বলি ব্লগার ওয়েবসাইট কি কারণে স্লো হয় এবং তার সমাধান কী?


ব্লগার ওয়েবসাইট স্লো হয় মূলত ওয়েবসাইটে বড় ধরনের কন্টেন্ট আপলোড দেওয়ার জন্য। আপনি যদি আপনার ব্লগে বড় সাইজের ছবি ব্যবহার করেন তাহলে আপনার ওয়েবসাইট স্লো হয়ে যেতে পারে।

এই সমস্যা এড়াতে আপনি আপনার ব্লগে webp ফরমেটের ছবি ব্যবহার করতে পারেন এর কারণে আপনার ওয়েবসাইট পূর্বের তুলনায় অনেক ফাস্ট লোড হবে ।

 

Next Post Previous Post