বাংলাদেশ এত পরিমাণ বেকার কেন? Why So Much Unemployed in Bangladesh?
বাংলাদেশে যে কত পরিমাণ বেকার রয়েছে তা আমরা খুব ভালো করেই জানি। কিন্তু কেন বাংলাদেশে এত বেকার সে বিষয়ে জানব আজকে।
যখন কোনো ব্যক্তি কাজ পায় না তখন তাকে বেকার বলা হয়। কিন্তু বাংলাদেশে কি আসলেই কোনো কাজ নেই যে কারণে এত পরিমাণ বেকার বিষয়টি তেমন নয়। বাংলাদেশে কাজ রয়েছে আর এই কাজগুলো নিম্ন পর্যায়ে কাজ যেমন দিনমজুর, এবং ছোট পর্যায়ের কাজ।
দেশের অধিকাংশ বেকার তাঁরাই যারা উচ্চশিক্ষা অর্জন করেছে। উচ্চশিক্ষা অর্জনের পর তরুণেরা ছোট পর্যায়ের কোন কাজ করতে চায় না বলে তারা বেকার থাকছে। কিন্তু তরুণেরা যদি পরাশোনা শেষ করে যেকোনো কাজ করত কোন কাজকে ছোট না মনে করে। তাহলে দেশে এত বেকার থাকতো না।
আর এত পরিমাণ বেকার তৈরি হওয়ায় পেছনে আরেকটি কারণ রয়েছে সেটা হলো অদক্ষতা। দেশের অনেক তরুণ উচ্চশিক্ষিত কিন্তু তারা কর্ম ক্ষেত্রে অদক্ষ।
এই অদক্ষতা পিছনে প্রধান কারণ হতে পারে আমাদের এই শিক্ষা ব্যবস্থার। এখানে এমন কিছু শেখানো হয় না যা কর্ম ক্ষেত্রে কাজে লাগে। দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কর্ম শিক্ষা দেওয়া হয় না।
একটা রিপোর্টে দেখা যায় পৃথিবীতে যত পরিমাণ বেকার রয়েছে তার অধিকাংশ উচ্চশিক্ষিত। আর সবচেয়ে কম বেকার তারা যারা উচ্চশিক্ষা অর্জন করেনি তারা।
সবসময় ছোট থেকে শুরু করতে হয় বড় কিছু করতে গেলে। কিন্তু এই সমাজের তরুণেরা বিশ্ববিদ্যালয় পাশ করে নিজেকে অনেক বড় কিছু মনে করে এবং ছোট কাজ করতে তারা চায় না যে কারণে দেশে এত পরিমাণ বেকার।